ভিডিয়ো: আলিপুর চিড়িয়াখানায় শাবককে দুগ্ধপান করাচ্ছে ক্যাঙারু
চারপাশে একটা যুদ্ধ, যুদ্ধ ভাব। রাজনীতির চাপান-উতোর। এমন এক অস্থির সময়ে দাঁড়িয়ে 'ভালবাসা'ই পারে সব বদলে দিতে।
মৌপিয়া নন্দী
শাবককে দুগ্ধপান করাচ্ছে 'মা' ক্যাঙারু। চারপাশে অশান্ত পরিবেশের মধ্যে আলিপুর চিড়িয়াখানা থেকে অবমুক্ত হল এমন একটি দৃশ্য।
চারপাশে একটা যুদ্ধ, যুদ্ধ ভাব। রাজনীতির চাপান-উতোর। এমন এক অস্থির সময়ে দাঁড়িয়ে 'ভালবাসা'ই পারে সব বদলে দিতে। আলিপুর চিড়িয়াখানায় তেমনই এক ভালবাসার মুহূর্ত। সন্তানকে স্তন্যপান করাল ক্যাঙারু। আর এটি ক্যামেরাবন্দি করেছেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত। তাঁর কথায়, ''বছরখানেক আগে জন্ম শাবকটির। মায়ের থলি থেকে বেরিয়ে আসার পর থেকে নজরদারিতে রাখা হয়েছে তাকে''।
Kangaroo mom feeding her cub in Alipore Zoo. Video captured by Director, Asis Samanta. @Zee24Ghanta pic.twitter.com/dTrdhEemHl
— Moupia Nandy (@MoupiaNandy) March 6, 2019
২০১৭ সালের ডিসেম্বরে জাপানের ইয়োকোহামা থেকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছিল ২টি পুরুষ ও দুটি মহিলা ক্যাঙারু। তার আগে ভারতের কোনও চিড়িয়াখানায় ক্যাঙারু ছিল ২০১৫ সালে। ২০১১ সালে চেক প্রজাতন্ত্র থেকে ৪টি ক্যাঙারু আনা হয়েছিল কলকাতায়। একবছরের মধ্যেই মারা গিয়েছিল সবকটি প্রাণী।
তবে এবার চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ক্যাঙারুর দল। গত অগস্টে এক মহিলা ক্যাঙারু একটি শাবকের জন্ম দেয়। অধিকর্তা জানালেন, কলা, গাজর, ঘাস, আপেল ও ছোলা খাওয়ানো হয় শাবকটিকে।
আরও পড়ুন- আমার বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, বললেন মমতা