ভাষাদিবস পালন নিয়ে ভাঙচুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে

ভাষা দিবসের দিন মাথায় উঠল ভাষাপ্রীতি আর ভাষাসম্মান। কে পালন করবে ভাষাদিবস, তা নিয়ে কাজিয়া, প্রতীকী শহিদ বেদী ভাঙচুর আর হেনস্থার অভিযোগে অশান্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

Updated By: Feb 21, 2014, 09:40 PM IST

ভাষা দিবসের দিন মাথায় উঠল ভাষাপ্রীতি আর ভাষাসম্মান। কে পালন করবে ভাষাদিবস, তা নিয়ে কাজিয়া, প্রতীকী শহিদ বেদী ভাঙচুর আর হেনস্থার অভিযোগে অশান্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

গত সাত বছরের মতো এ বারও ভাষা দিবস পালন করার উদ্যোগ নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরত্ জন্মবার্ষিকী কমিটি। বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সিঁড়িতে প্রতীকী শহিদ বেদী বানিয়ে শুক্রবার সেখানে ফুল, মালা দিচ্ছিলেন কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মী এবং শিক্ষক-শিক্ষিকারা। কমিটির সদস্যদের অভিযোগ, হঠাত্ই সেখানে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের জনা পনেরো ছাত্র চড়াও হয়ে শহিদ বেদী ভাঙচুর করে।হেনস্থা করা হয় কমিটির সদস্যদেরও।

বিশ্ববিদ্যালয় চত্বরে ভাষা দিবস পালন করার কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র সংসদের সদস্যরা। কমিটির অভিযোগ, একমাত্র ছাত্র সংসদই বিশ্ববিদ্যালয়ে ভাষা দিবস পালন করতে পারে বলে দাবি করা হয় ছাত্র সংসদের পক্ষ থেকে। পরে এই দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে সংসদের পক্ষ থেকে মিছিলও করা হয়। হামলার প্রতিবাদে আয়োজক শরত্ জন্মবার্ষিকী কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উপাচার্যের কাছে। কিন্তু যোগাযোগ করা হলে উপাচার্য বলেন, তিনি কিছুই জানেন না। অভিযোগ জমা পড়লে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন তিনি।

যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সঙ্গে। কিন্তু এই ঘটনার পর তাদের কাউকেই আর বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা যায়নি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটির সম্পাদক অর্ণব সামন্তর সঙ্গেও। তিনিও কোনও কথা বলতে চাননি।

.