JU Student Death: 'মৃত ছাত্র হস্টেলে বোর্ডারই ছিল না'! যাদবপুরকাণ্ডে পুলিসি হস্তক্ষেপের দাবি

ছাত্রমৃত্যুতে গাফিলতি ঢাকার চেষ্টা যাদবপুর কর্তৃপক্ষের? প্রশ্ন তুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ক্য়াম্পাসে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু।

Updated By: Aug 31, 2023, 06:43 PM IST
JU Student Death:  'মৃত ছাত্র হস্টেলে বোর্ডারই ছিল না'! যাদবপুরকাণ্ডে পুলিসি হস্তক্ষেপের দাবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রমৃত্যুতে গাফিলতি ঢাকার চেষ্টা কর্তৃপক্ষের? যাদবপুরকাণ্ডে প্রশ্ন তুললেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর দাবি, 'মৃত ছাত্র হস্টেলে বোর্ডারই ছিল না। ইউজিসিকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত পুলিস প্রশাসন এই চিঠিকে সামনে রেখে তদন্ত করে দেখুক'।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'এক ডাকে অভিষেক'-এ সুরাহা, প্রাণ বাঁচল একরত্তির

ঘটনাটি ঠিক কী? যাদবপুরকাণ্ডে রিপোর্ট তলব করেছিল ইউজিসি। নির্দিষ্ট সময়ে রিপোর্ট পাঠিয়েও দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই রিপোর্ট 'সন্তোষজনক' নয়। ১২ প্রশ্নের জবাব তথ্য-সহ পাঠানোর নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। না-পাঠালে ধরে নেওয়া হবে, কর্তৃপক্ষের এ বিষয়ে কিছু বলার নেই। এমনকী, সেক্ষেত্রে ইউজিসির র‌্যাগিং-বিরোধী নীতি মেনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, 'মৃত ছাত্র হস্টেলে বোর্ডারই ছিল না। ইউজিসিকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে কেন ছাত্রকে হস্টেলে ঢোকার অনুমতি? ওয়ার্ডেন কি হস্টেলে উপস্থিত ছিলেন না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর দিতে জানায়নি'।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যে লগ্নি আনতে স্পেন ও দুবাই যাচ্ছেন মমতা

এদিকে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হল যাদবপুরে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যান সিসিটিভির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কোথায় কোথায় সিসি ক্যামেবার বসবে, তা খতিয়ে দেখেন তাঁরা। সূত্রের খবর,  টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে সময় লাগবে ১৫ দিন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.