অমৃতসর এক্সপ্রেসের গণধর্ষণের ঘটনায় ২জনকে চিহ্নিত করল মধুপুর জিআরপি
অমৃতসর এক্সপ্রেসে গণধর্ষণের ঘটনা। দুজনকে চিহ্নিত করল মধুপুর জিআরপি। ঘটনা জানার পর, ঝাড়খণ্ডের কিউল স্টেশনে সেনা কমপার্টমেন্টের ভিডিও রেকর্ডিং করে জিআরপি। সেই ভিডিও ফুটেজ দেখানো হয় নির্যাতিতা কিশোরীকে।
ওয়েব ডেস্ক: অমৃতসর এক্সপ্রেসে গণধর্ষণের ঘটনা। দুজনকে চিহ্নিত করল মধুপুর জিআরপি। ঘটনা জানার পর, ঝাড়খণ্ডের কিউল স্টেশনে সেনা কমপার্টমেন্টের ভিডিও রেকর্ডিং করে জিআরপি। সেই ভিডিও ফুটেজ দেখানো হয় নির্যাতিতা কিশোরীকে।
গতকাল সেই সেই ভিডিও ফুটেজ হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। হাওড়া জিআরপি ফুটেজটি পাঠিয়েছে সেনাবাহিনীকে। যাদের সনাক্ত করা হয়েছে, তারা কারা, তারা আদৌ সেনাবাহিনীর কিনা বা তাদের পরিচয় কী, তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে তল্লাসি চালিয়েছে ঝাড়খণ্ড জিআরপি। অন্যদিকে অভিযুক্ত সেনা জওয়ান মানজরিশ ত্রিপাঠী, তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়নি। কিছুদিন পর সে পরীক্ষা আবার করা হবে।