পুলিসকর্মীকে মারধরের অভিযোগে আলিপুরে গ্রেফতার দুই

পুলিসকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম দেবাঞ্জন কুণ্ডু ও রোহিত শর্মা। গতকাল রাত দেড়টা নাগাদ ওই দুই যুবক আলিপুরের বেলভেরিয়া রোড দিয়ে  যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। ভেঙে যায় মার্সিডিজের সামনের অংশ। অভিযোগ দুই যুবকই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন আলিপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর পি কে চক্রবর্তী। গাড়ির কাগজ দেখতে চান তিনি। অভিযোগ তখনই দেবাঞ্জন কুণ্ডু ও রোহিত শর্মা কর্তব্যরত পুলিসকর্মীর ওপর চড়াও হয়। মারধর করে তাঁকে।

Updated By: Nov 6, 2013, 08:41 PM IST

পুলিসকর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম দেবাঞ্জন কুণ্ডু ও রোহিত শর্মা। গতকাল রাত দেড়টা নাগাদ ওই দুই যুবক আলিপুরের বেলভেরিয়া রোড দিয়ে  যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। ভেঙে যায় মার্সিডিজের সামনের অংশ। অভিযোগ দুই যুবকই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন আলিপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর পি কে চক্রবর্তী। গাড়ির কাগজ দেখতে চান তিনি। অভিযোগ তখনই দেবাঞ্জন কুণ্ডু ও রোহিত শর্মা কর্তব্যরত পুলিসকর্মীর ওপর চড়াও হয়। মারধর করে তাঁকে।
দুই যুবককে  গ্রেফতার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে দুটি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আজ তাদের আলিপুর আদালতে তোলা হলে আট তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

.