কোম্পানি ল বোর্ডের নির্দেশে ফের ধাক্কা খেল টেলিভিশন চ্যানেল

কোম্পানি ল বোর্ডের নির্দেশে বড়সড় ধাক্কা খেল ফোকাস টিভি। একটি সংস্থার কাছে থেকে দেড়শো কোটি টাকা ঋণ পেয়েছিল ওই টিভি চ্যানেলের মূল মালিক পজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেড। কীভাবে এই ঋণ মিলল তা নিয়েই তদন্তের নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড। পজিটিভ টেলিভিশনের বোর্ড অব ডিরেক্টরসে সরকারের তরফে একজন প্রতিনিধি নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি প্রতিনিধির উপস্থিতি ও সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানিয়েছে কোম্পানি ল-বোর্ড। মাতঙ্গ সিং, নবীন জিন্দল সহ অন্যান্যদের বিরুদ্ধে মনোরঞ্জনা সিংয়ের দায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড।দেড়শো কোটি টাকা ঋণের মামলায় কোম্পানি ল-বোর্ডে বড়সড় ধাক্কা খেল ফোকাস টিভি। শুক্রবারই এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড। ওই চ্যানেলের মালিক সংস্থা পজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেডে সরকারের তরফে এক জন ডিরেক্টর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: May 10, 2014, 09:55 PM IST

কোম্পানি ল বোর্ডের নির্দেশে বড়সড় ধাক্কা খেল ফোকাস টিভি। একটি সংস্থার কাছে থেকে দেড়শো কোটি টাকা ঋণ পেয়েছিল ওই টিভি চ্যানেলের মূল মালিক পজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেড। কীভাবে এই ঋণ মিলল তা নিয়েই তদন্তের নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড। পজিটিভ টেলিভিশনের বোর্ড অব ডিরেক্টরসে সরকারের তরফে একজন প্রতিনিধি নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি প্রতিনিধির উপস্থিতি ও সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানিয়েছে কোম্পানি ল-বোর্ড। মাতঙ্গ সিং, নবীন জিন্দল সহ অন্যান্যদের বিরুদ্ধে মনোরঞ্জনা সিংয়ের দায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড।দেড়শো কোটি টাকা ঋণের মামলায় কোম্পানি ল-বোর্ডে বড়সড় ধাক্কা খেল ফোকাস টিভি। শুক্রবারই এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড। ওই চ্যানেলের মালিক সংস্থা পজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেডে সরকারের তরফে এক জন ডিরেক্টর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

ফোকাস টেলিভিশনের মূল মালিক সংস্থা পজিটিভ টেলিভিশন প্রাইভেট লিমিটেডকে কড়া ধাক্কা দিল কোম্পানি ল বোর্ড। সরকারের তরফে ওই কোম্পানিতে একজন ডিরেক্টরকে নিয়োগ করতে বলা হয়েছে। সরকারি প্রতিনিধির সম্মতি ছাড়া ওই কোম্পানি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানানো হয়েছে। সরকারি প্রতিনিধির উপস্থিতি ছাড়া কোনও বৈঠকও না করার নির্দেশ দেওয়া হয়েছে। এরসঙ্গেই ওয়ারশিপ ইমপেক্স প্রাইভেট লিমিটেডের থেকে পজিটিভ টেলিভিশন যে দেড়শো কোটি টাকার ঋণ নিয়েছে তার তদন্তের নির্দেশ দিয়েছে। এনিয়ে মাতঙ্গ সিং, নবীন জিন্দল সহ অন্যান্যদের বিরুদ্ধে মনোরঞ্জনা সিং মামলা দায়ের করেছিলেন। যে মামলার ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে কোম্পানি ল-বোর্ড।

.