আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নির্বাচন
আসন্ন পুরভোটের আগে দলে বেড়ে চলা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগের মাঝেই আজ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক নির্বাচন।
আসন্ন পুরভোটের আগে দলে বেড়ে চলা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগের মাঝেই আজ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক নির্বাচন। আজ দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলের এই নির্বাচনে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনে তৃণমূলের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুব্রত বক্সী। এবারেও তিনিই ওই পদে পুনর্নির্বাচিত হবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বেড়ে চলা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেশ কিছু জেলায় তৃণমূলের সভাপতি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য কমিটিতেও বড় ধরণের রদবদলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে কয়েকটি জেলায় সাংগঠনিক নজরদারিও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।