ট্রাম সংস্থার জমিও বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

এবার ট্রাম সংস্থার জমিও বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথম দফায় শুধুমাত্র কলকাতার ৩৭৩ কাঠা জমি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রয়োজনে ডিপোর রুফ রাইটও দেওয়া  হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সরকারে আসার পর থেকেই সরকারি পরিবহণ গুলিকে নিয়ে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্য সরকারের। কখনও কর্মী ছাঁটাইয়ের হুমকি, কখনও বন্ধ বেতন। পেনশন না পেয়ে ইতিমধ্যেই আত্মঘাতীদের তালিকা ক্রমশই বাড়ছে। 

Updated By: Oct 31, 2013, 07:10 PM IST

এবার ট্রাম সংস্থার জমিও বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথম দফায় শুধুমাত্র কলকাতার ৩৭৩ কাঠা জমি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রয়োজনে ডিপোর রুফ রাইটও দেওয়া  হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সরকারে আসার পর থেকেই সরকারি পরিবহণ গুলিকে নিয়ে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্য সরকারের। কখনও কর্মী ছাঁটাইয়ের হুমকি, কখনও বন্ধ বেতন। পেনশন না পেয়ে ইতিমধ্যেই আত্মঘাতীদের তালিকা ক্রমশই বাড়ছে। 
 
৯৯ বছরের লিজে জমি হস্তান্তর। এর মধ্যে রয়েছে টালিগঞ্জ ডিপোর ২৪১ কাঠা জমি, বেলগাছিয়া ডিপোর বাহান্ন কাঠা জমি। শ্যামবাজারের ৩১ কাঠা। কালীঘাটের ১২ কাঠা। গ্যালিফ স্ট্রিটের ১৫। ও খিদিরপুরের ২২ কাঠা জমি চিহ্নিত করা হয়েছে।
 
কী করা যাবে এই জমিগুলিতে। পরিবহণ মন্ত্রী মদন মিত্র বললেন, নিয়ম মেনে সবই করা যাবে।
 
শুধু এখানেই থামতে নারাজ রাজ্য সরকার। ডিপোগুলিতে আর উদ্বৃত্ত জমি না পেলে দ্বিতীয় পর্যায়ে ডিপোগুলির ছাদের স্বত্ত্বও তুলে দেওয়া হবে বেসরকারি মালিকানায়।
 
সরকারি এই সিদ্ধান্ত ঘিরে শোরগোল বিভিন্ন মহলে। গ্যালিফ স্ট্রিটের এই জমির পনেরো কাঠা তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। ফ্ল্যাট থেকে রেস্তোরাঁ, সবই বানাতে পারবেন তারা। সরকারি কর্মীদের আশঙ্কা, সরকার যেভাবে বেচার পথে হাঁটছে তাতে আদৌ এই সংস্থাগুলি বাঁচবে তো ?  

.