দমদম থেকে উদ্ধার বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ

দমদম থেকে বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ উদ্ধার করল পুলিস। বুধবার সন্ধ্যায় দমদম স্টেশনে ট্রেন ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে দুই ব্যক্তি রেক্সিনের ব্যগ নিয়ে নেমে পরে। তারা অকালতাত এক্সপ্রেসে করে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটক করে।

Updated By: Oct 31, 2013, 09:17 AM IST

দমদম থেকে বিরল প্রজাতির ২০৬টি কচ্ছপ উদ্ধার করল পুলিস। বুধবার সন্ধ্যায় দমদম স্টেশনে ট্রেন ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে দুই ব্যক্তি রেক্সিনের ব্যগ নিয়ে নেমে পরে। তারা অকালতাত এক্সপ্রেসে করে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটক করে।
ব্যাগ খুলে দেখা যায় বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে তাতে। জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে পেশায় মত্সজীবী দুজন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আসছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। এরপরই কচ্ছপগুলিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।
ক মাস ধরেই দেশে বেআইনিভাবে কচ্ছপ বিক্রির ঘটনা ঘটছে। তা নিয়ে কেন্দ্রীয় পরিবেশ দফতর থেকে বনবিভাগ সবাই বেশ চিন্তিত।
(ফাইল চিত্র)

.