সক্রিয় নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে একথা জানানো হয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ৩ জেলাতেও। ওই ৩টি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার।

Updated By: Apr 29, 2012, 11:58 AM IST

আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে একথা জানানো হয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ৩ জেলাতেও। ওই ৩টি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার।
আবহাওয়া দফতর জানিয়েছেন, একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে বিহার পর্যন্ত। অন্যটি বিহার থেকে মিজোরাম পর্যন্ত সক্রিয় রয়েছে। এই ২ নিম্নচাপ অক্ষরেখার কারণেই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

.