শহর জুড়ে রঙিন আলো, শব্দজব্দ! শক্তি আরোধনায় মাতল রাজ্য
আজ কালীপুজো। শহর এখন সেজেছে রঙিন আলোয়। চারিদিকে এখন তুবুড়ির রোশনাই,তারাবাজির রোশনাই।
আজ কালীপুজো। শহর এখন সেজেছে রঙিন আলোয়। চারিদিকে এখন তুবুড়ির রোশনাই, তারাবাজির রোশনাই।
কাল থেকেই মন্দিরে মন্দিরে পুজোর আয়োজন। দক্ষিণেশ্বর, কালীঘাটে ভোর রাত থেকেই বিপুল ভক্ত সমাগত। মন্দির চত্বরে হাজার হাজার মানুষের ভিড়৷ দেবীদর্শনের প্রবল আকুতি৷ সেই সঙ্গে আজ দীপাবলিও।
আজকের দীনেই শ্রীরামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরেছিলেন। পুরবাসী নগরের চারপাশে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন তাঁদের ভাবী রাজাকে। সেই থেকেই দীপাবলির সূচনা।
কলকাতার পাশাপাশি সারা দেশ সেজেছে আলোর মালায়। সামিল সাধারণ থেকে সেলিব্রিটি। গ্রাম থেকে শহর।
এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কেমন শক্তি আরাধনা চলছে--
তারাপিঠ-এখন উত্সবমুখর তারাপীঠ মানুষের ভিড়ে ঢাকা৷ কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ সমুদ্রমন্থনে ওঠা বিষপান করে তখন সঙ্কটাপন্ন মহাদেবের জীবন৷ মহাদেবকে বাঁচাতে সন্তান রূপে তাঁকে স্তন পান করান দেবী৷ সেই থেকেই তারাপীঠের অধিষ্ঠাত্রী তিনি৷
দক্ষিণেশ্বর- ভাবগম্ভীর পরিবেশে চলছে পুজো৷ মঙ্গলারতি থেকে মা ভরবাতিণীর পুজো৷ রীতি মেনে যাবতীয় আয়োজন৷ সেজে উঠেছে মন্দির চত্বর৷ যার টানে রাত থেকেই দক্ষিণেশ্বরে আছড়ে পড়েছে মানুষ৷ ভোর চারটেয় শুরু হয় মঙ্গলারতি৷ মঙ্গলারতির পর হয় ধূপ আরতি৷ তারপরই শুরু হয় পুজো দেওয়ার প্রক্রিয়া৷ মন্দিরে পুজো দেন ভক্তরা৷ বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে ভিড় বেড়েছে মানুষের৷ অন্যদিকে, শনিবারই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পঞ্চবটি৷ প্রসঙ্গত, আগস্টে মূল বট গাছটি ভেঙে যায়৷ এর পর থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল পঞ্চবটি৷