'নিজেদের নিরাপত্তার জন্য ছোট জামা পরা উচিত নয় মেয়েদের'

আরও এক ফতোয়া! "নিজেদের নিরাপত্তার জন্য ছোট জামা পরা উচিত নয় মেয়েদের", উপদেশ দিলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম সইদ মহম্মদ নুরুর আর বরকতি।  

Updated By: Jan 18, 2017, 12:20 PM IST
'নিজেদের নিরাপত্তার জন্য ছোট জামা পরা উচিত নয় মেয়েদের'

ওয়েব ডেস্ক: আরও এক ফতোয়া! "নিজেদের নিরাপত্তার জন্য ছোট জামা পরা উচিত নয় মেয়েদের", উপদেশ দিলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম সইদ মহম্মদ নুরুর আর বরকতি।  

"হিন্দুস্থানে যেমনটা এখন দেখছি, বাচ্চারা এখন একদম ছোট জামা পরছে। জামাও যে ধরনের পরছে তা একেবারেই বলার মত না। তারা স্কুলে পড়ছে, তাদের নিজেদের ড্রেস আছে। অনেক জামা কাপড়ই তো আছে। কিন্তু কেন শর্ট প্যান্ট পরছে ওরা? ওদের উচিত নয় এমন জামাকাপড় পরা। ইসলামে কোনও নির্দিষ্ট বিধি নিষেধ এই বিষয়ে এনিয়ে। তবে যেভাবে ধর্ষণ, খুনের ঘটনা বাড়ছে তাতে মেয়েদের এগুলো পরা উচিত নয়", মেয়েদের নিজেকে নিরাপদ রাখতে এই নিদানই দিলেন সইদ মহম্মদ নুরুর আর বরকতি। ছোট জামা কাপড় দেখলে 'ইয়ং ব্লাড' উত্তেজিত হয়ে যায়, অনেক অপরাধ ঘটিয়ে ফেলে, এমনও বলছেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম।          

 

 

.