সচেতনতা বাড়াতে স্কুল পড়ুয়াদের নিয়ে রাস্তায় প্রচারে কলকাতা পুলিস
আইন হয়েছে কিন্তু সচেতনতা তৈরি হয়নি। আইন করেও শহরের রাস্তায় বন্ধ হয়নি গাড়ির হর্নের তাণ্ডব। সচেতনতা বাড়াতে এবার তাই স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে প্রচারে নামল কলকাতা পুলিস।
আইন হয়েছে কিন্তু সচেতনতা তৈরি হয়নি। আইন করেও শহরের রাস্তায় বন্ধ হয়নি গাড়ির হর্নের তাণ্ডব। সচেতনতা বাড়াতে এবার তাই স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে প্রচারে নামল কলকাতা পুলিস।
আইন আছে। কিন্তু কলকাতার মানুষ তা মানছেন কই? হাসাপাতাল স্কুলের মতো নো হর্ন জোনেও চলছে শব্দের তাণ্ডব।
শব্দ দানবের তাণ্ডব রুখতে এবার স্কুল পড়ুয়াদের সঙ্গে নিল কলকাতা ট্রাফিক পুলিস। সোমবার প্রায় আড়াই হাজার স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রচার হল অযথা গাড়ির হর্ন বাজানোর বিরুদ্ধে।
গুরুসদয় রোড থেকে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে প্রচারে হাজির ছিলেন পুলিস কমিশনার সুরজিত কর পুর কায়স্থ
কলকাতার রাজপথে হর্নের জ্বালায় কানঝালাপালা শহরবাসীর। পুলিসের মতে, মানুষ সচেতন হলেই মিলবে এই শব্দ দানবের থেকে রেহাই।