তৃণমূলের 'পরির্বতনের শপথ' ভিডিওর প্রযোজক ছিলেন সুদীপ্ত সেন, জেরার মিলল চাঞ্চল্যকর এই তথ্য

কলকাতা: ২০১১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের প্রচার ভিডিও তৈরি করেছিল সারদা গোষ্ঠীর একটি নিউজ চ্যানেল

Updated By: Jul 28, 2014, 01:04 PM IST
তৃণমূলের 'পরির্বতনের শপথ' ভিডিওর প্রযোজক ছিলেন সুদীপ্ত সেন, জেরার মিলল চাঞ্চল্যকর এই তথ্য

কলকাতা: ২০১১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের প্রচার ভিডিও তৈরি করেছিল সারদা গোষ্ঠীর একটি নিউজ চ্যানেল। খরচ জুগিয়েছিলেন সুদীপ্ত সেন। যদিও, নির্বাচন কমিশনের নিষেধে সেই ভিডিও সম্প্রচার হয়নি। সারদা কর্তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই।

২০১১ নলবনে ওই ভিডিও-র শ্যুটিং হয়। পরিবর্তনের শপথ নামে সাড়ে চার মিনিটের প্রচার ভিডিও তৈরিতে খরচ হয় সাড়ে পাঁচ লাখ টাকা। প্রোডাকশন ইউনিট ছিল সারদা গোষ্ঠীর নিউজ চ্যানেলের।

ভিডিও-র পরিকল্পনা ছিল তৃণমূল ঘনিষ্ঠ এক বুদ্ধিজীবীর। নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীরাই। ভিডিওতে ব্যবহৃত হয়েছিল ধর্মীয় স্তোত্র। যার জন্য নির্বাচন কমিশন এই ভিডিও প্রচারের অনুমতি দেয়নি। সিবিআই এই ভিডিওটি পেয়েছে। জেরায় সুদীপ্ত সেন জানিয়েছেন, ভিডিও তৈরির নির্দেশ এসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই। সিবিআইয়ের প্রশ্ন, কেন একটি নিউজ চ্যানেল নিজের খরচে একটি রাজনৈতিক নেতার প্রচার ভিডিও তৈরি করল? এর জবাব পেতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তৃণমূল ঘনিষ্ঠ বেশ কিছু বুদ্ধিজীবীকে। 

.