টিএমসিপির হাতে আক্রান্ত রবীন্দ্রভারতীর উপাচার্য
ফের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ফর্ম বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাস। ভাঙচুর করা হয় উপাচার্যর ঘর। ঘটনায় অভিযোগের তির টিএমসিপির দিকে।
ফের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ফর্ম বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাস। ভাঙচুর করা হয় উপাচার্যর ঘর। ঘটনায় অভিযোগের তির টিএমসিপির দিকে।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, রাজ্য সরকার যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসন সংখ্যা বাড়াতে উদ্যোগী, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন সংখ্যা কমানোর পক্ষে। অভিযোগ এই ইস্যুতে মঙ্গলবার উপাচার্যের ঘরে ভাঙচুর চালায় টিএমসিপি সমর্থকেরা। উপাচার্যকে তারা ঘেরাও করে বলেও অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, টিএমসিপি-র সমর্থকেরা ভর্তির ফর্ম অনলাইনে ডাউনলোড করে, তা অবৈধভাবে বিক্রি করছে। কর্তৃপক্ষ তাতে আপত্তি জানাতেই অশান্তি বলে অভিযোগ।
ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে টিএমসিপির ছাত্র সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকও আছেন। ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে গোলমালের খবর পেয়ে ডিসি নর্থের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় অভিযুক্ত টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কাশীপুর থানায় অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।