আগুন মন্তব্যে জল ঢেলে ইদ্রিশ আলিকে সতর্ক করল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলে আগুন জলবে বাংলায়। ইদ্রিশ আলির এই বিতর্কিত মন্তব্যের জন্য এবার তাঁকে সতর্ক করল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এধরনের মন্তব্য তাঁরা সমর্থন করেন না।

Updated By: Jan 1, 2015, 09:10 PM IST
আগুন মন্তব্যে জল ঢেলে ইদ্রিশ আলিকে সতর্ক করল তৃণমূল

ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলে আগুন জলবে বাংলায়। ইদ্রিশ আলির এই বিতর্কিত মন্তব্যের জন্য এবার তাঁকে সতর্ক করল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এধরনের মন্তব্য তাঁরা সমর্থন করেন না।

বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি বলেছিলেন, "মমতা বন্দ্যাপাধ্যায়কে কালিমাপিলপ্ত করা হচ্ছে। জেনে রাখুন, মমতাকে ছুঁতে পারবেন না। যদি মমতাকে ছোঁয়া হয় কিংবা গ্রেফতার করা হয়, তাহলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। সেই আগুনে অনেকেই পুড়ে মরবে।''

এদিকে, আবদুল মান্নানের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে এবার নতুন বিতর্কের জন্ম দিলেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। তাঁর দাবি, কংগ্রেস নেতার সম্পত্তির হিসেব খতিয়ে দেখুক সিবিআই।

.