Mamata Banerjee: ফের SSKM-এ মুখ্যমন্ত্রী, শুক্রবার ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধিদল

জখম নেতাদের দেখতে হাসপাতালে অভিষেকও।

Updated By: Aug 12, 2021, 06:03 PM IST
Mamata Banerjee: ফের SSKM-এ মুখ্যমন্ত্রী, শুক্রবার ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদন: 'আমরা পিছু হটব না, আমরা দেখে নেব'। ত্রিপুরায় 'আক্রান্ত' তৃণমূল যুবনেতাদের দেখতে ফের SSKM-এ মুখ্যমন্ত্রী। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ শুক্রবার ফের ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, আবীর বিশ্বাস, প্রতিমা মণ্ডল ও অপরূপা পোদ্দার।

ত্রিপুরায় দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে 'হামলা'র মুখে পড়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তের মতো তৃণমূলের যুব নেতানেত্রীরা। SSKM-র উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সুদীপ রাহাকে। ২০৩ নম্বর কেবিনে রয়েছেন জয়া দত্ত। সোমবার ঝাড়গ্রামে যাওয়ার পথে তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জয়া-সুদীপের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। ফোনে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গেও কথা হয় মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: BJP: বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম ভবানী ভবন-সিমলা স্ট্রিট

মাঝে ২ দিনের ব্যবধান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এদিন ফের SSKM-এ গেলেন মুখ্য়মন্ত্রী। হাসপাতালে থেকে বেরিয়ে তিনি বলেন, 'যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদেরই গ্রেপ্তার করা হয়েছে ওখানে। বাইরে থেকে কেউ গেলেই তাঁদের গ্রেপ্তারির মুখে পড়তে হচ্ছে। কিন্তু আমরা পিছু হঠব না, আমরা দেখে নেব'। এদিকে গতকাল ত্রিপুরায় গিয়েছেন রাজ্যসভার সাংসদ শান্তনু। বিজেপির উপর চাপ বাড়াতে আগামিকাল অর্থাৎ শুক্রবার পড়শি রাজ্যে যাচ্ছে তৃণমূলের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সেই দল থাকছেন চার সাংসদ অর্পিতা ঘোষ, প্রতিমা মণ্ডল, আবীর বিশ্বাস ও অপরূপা পোদ্দার। সঙ্গে ব্রাত্য বসুও। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.