আন্নার পথে হেঁটে দেশজুড়ে প্রচারে তৃণমূল, ভোটের প্রচার হবে মোবাইলে

এবার আন্না হাজারের পথে হেঁটেই দেশজুড়ে প্রচার শুরু করতে চলেছে তৃণমূল। প্রচার হবে মোবাইলে। এই প্রচারের মাধ্যমেই আম আদমির কাছে পৌছে যেতে চায় তৃণমূল কংগ্রেস। ১৫ মার্চ থেকে শুরু হবে তৃণমূলের `ফাইট ফর ইন্ডিয়া` প্রচার। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ ছাড়া ছয় রাজ্যে চলবে এই কর্মসূচি। একই সঙ্গে লোকসভা ভোটের প্রচারে আন্না হাজারেকেও সামিল করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

Updated By: Feb 11, 2014, 08:15 PM IST

এবার আন্না হাজারের পথে হেঁটেই দেশজুড়ে প্রচার শুরু করতে চলেছে তৃণমূল। প্রচার হবে মোবাইলে। এই প্রচারের মাধ্যমেই আম আদমির কাছে পৌছে যেতে চায় তৃণমূল কংগ্রেস। ১৫ মার্চ থেকে শুরু হবে তৃণমূলের `ফাইট ফর ইন্ডিয়া` প্রচার। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ ছাড়া ছয় রাজ্যে চলবে এই কর্মসূচি। একই সঙ্গে লোকসভা ভোটের প্রচারে আন্না হাজারেকেও সামিল করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

লোকসভা ভোট মাথায় রেখে দেশজুড়ে প্রচার করবে তৃণমূল। ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঠিক হয়ে গেল দলের রণনীতি। আপাতত আন্না হাজারের লাইনেই দেশজুড়ে প্রচারে নামছে তৃণমূল।

১৫ মার্চ থেকে মোবাইলে শুরু হবে প্রচার। স্লোগান, ফাইট ফর ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে একসঙ্গে শুরু হবে প্রচার। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও মোবাইলে হবে প্রচার। এখানেই শেষ নয়। লোকসভা ভোটের প্রচারে আন্না হাজারেকে সামিল করতেও উদ্যোগী হচ্ছে তৃণমূল। তাঁর ১৭ দফা প্রস্তাব কার্যকর করার আশ্বাস দিলে তৃণমূল নেত্রীর হয়ে ভোট প্রচারে নামবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন আন্না।

আন্নাকে পাশে পেতে তৃণমূল যে কতটা তত্পর, সেই ইঙ্গিতটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আন্না হাজারের পাঠানো ১৭ দফা প্রস্তাবকে আগেই চিঠি লিখে সমর্থনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট প্রচারে আন্নাকে পাশে পেতে পুনেও যেতে পারেন মুকুল রায়।

.