Manipur | TMC: মণিপুর রওনা দিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কী বললেন সুস্মিতা দেব?

কপ্টার সার্ভিসের বিষয়ে তিনি বলেন, ‘আমরা হেলিকপ্টার সার্ভিসের জন্য মণিপুর সরকারের কাছে আবেদন জানিয়েছি। সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। বিভিন্ন পার্বত্য এলাকায় যেখানে সমস্যা বেশি আমরা পৌঁছতে চাইছি সেখানে হেলিকপ্টার সার্ভিস ছাড়া সম্ভব নয়। মণিপুর সরকারকে আমরা বলেছি হেলিকপ্টারের খরচা তৃণমূল কংগ্রেসের দল হিসেবে দেবে’।

Updated By: Jul 19, 2023, 09:27 AM IST
Manipur | TMC: মণিপুর রওনা দিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কী বললেন সুস্মিতা দেব?
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। ইম্ফল রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সুস্মিতা দেব। তিনি জানান, ‘পার্লামেন্ট সেশনের আগে মণিপুরে পৌঁছে সেই রাজ্যে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা হেলিকপ্টার সার্ভিস পেয়েছি সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। রাজ্য সরকার নিরাপত্তা দেবে’।

তিনি আরও বলেন, ‘মণিপুরের পরিস্থিতি ভয়ানক। আমরা চেষ্টা চালিয়ে যাব দেখা যাক যেতে পারি কিনা। হেলিকপ্টার না দিলে আমরা ট্রাইবাল মানুষের কাছে যেতে পারব না। দেখা করতে পারব না। সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা হয়েছে সাহায্য চাওয়া হয়েছে দেখা যাক সাহায্য পাওয়া যায় কিনা। আমাদের ৫ সাংসদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাশনের’।

সুস্মিতা দেব আরও জানিয়েছেন, ‘পার্লামেন্ট সেশনের আগে মনিপুরে পৌঁছে সেখানে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা সংসদে এই বিষয়টি তুলবো। তার আগে একবার সরেজমিনে দেখে নেওয়া’।

আরও পড়ুন: Dilip Ghosh: 'ওরা লাশের বিভাজন করছেন, মারো আর ২ লাখ টাকা দিয়ে দাও’, বিস্ফোরক দিলীপ

কপ্টার সার্ভিসের বিষয়ে তিনি বলেন, ‘আমরা হেলিকপ্টার সার্ভিসের জন্য মণিপুর সরকারের কাছে আবেদন জানিয়েছি। সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। বিভিন্ন পার্বত্য এলাকায় যেখানে সমস্যা বেশি আমরা পৌঁছতে চাইছি সেখানে হেলিকপ্টার সার্ভিস ছাড়া সম্ভব নয়। মণিপুর সরকারকে আমরা বলেছি হেলিকপ্টারের খরচা তৃণমূল কংগ্রেসের দল হিসেবে দেবে’।

আরও পড়ুন: Bus Accident: রেষারেষির জের, রাতের কলকাতায় ফের বাস দুর্ঘটনা, আহত একাধিক

নিজেদের নিরাপত্তার বিষয়ে সুস্মিতা দেব বলেন, ‘পাঁচজন সংসদের প্রতিনিধি দল যাচ্ছে। রাজ্য সরকার অবশ্যই নিরাপত্তা দেবে। মণিপুরের পরিস্থিতি ভয়ানক। আমরা চেষ্টা চালিয়ে যাব যে বিষয়টা নিয়ে বিবাদ চলছে পার্বত্য ও সমতলের মধ্যে; দেখা যাক, তাদের কাছে যেতে পারি কিনা। হেলিকপ্টার না দিলে আমরা ট্রাইবালদের সঙ্গে দেখা করতে পারব না। সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা হয়েছে সাহায্য চাওয়া হয়েছে। দেখা যাক সাহায্য পাওয়া যায় কিনা’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.