মানিকচক কাণ্ডে কমিশনের বিরুদ্ধে পাল্টা এফআইআর তৃণমূলের

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে বাইক মিছিল করছিলেন দলীয় সমর্থকরা৷ সেই সময় বাইক মিছিলে বাধা দেন নির্বাচন কমিশনের কর্মী-আধিকারিকরা৷ এর জেরে প্রার্থীর সামনেই তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মী-সমর্থকরা৷

Updated By: Apr 12, 2014, 05:26 PM IST

মানিকচক কাণ্ডে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার পাল্টা এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, কমিশনের কর্মীরা এক্তিয়ার বহির্ভুত কাজ করেছেন। এফআইআরে বলা হয়েছে ভোট কর্মীরা আচমকা মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের গাড়ি আটকায়।

বাইকের চাবিও কেড়ে নেওয়া হয়। তৃণমূলের দাবি এসব পুলিসের কাজ কমিশন কর্মীদের নয়। গত বৃহস্পতিবার মানিকচকে তৃণমূল প্রার্থীর সমর্থনে বাইক মিছিল আটকাতে গিয়ে আক্রান্ত হন নির্বাচন কমিশনের কর্মীরা। সেই ঘটনায় সাত তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিস। তাঁদের মধ্যে চারজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে বাইক মিছিল করছিলেন দলীয় সমর্থকরা৷ সেই সময় বাইক মিছিলে বাধা দেন নির্বাচন কমিশনের কর্মী-আধিকারিকরা৷ এর জেরে প্রার্থীর সামনেই তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মী-সমর্থকরা৷

এই ঘটনার পর দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়। কমিশনের কড়া নির্দেশের পর গ্রেফতার করা হামলার ঘটনায় যুক্ত রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রর জামাই।

.