তৃণমূল নেতার উপস্থিতিতে ছকা হয়েছিল গিরিশপার্কের অ্যাকশন প্ল্যান, জেরায় বিস্ফোরক মন্তব্য গোপাল তিওয়ারির
এক তৃণমূল নেতার উপস্থিতিতেই তৈরি হয়েছিল গিরিশপার্ক কাণ্ডের অ্যাকশন প্ল্যান। জেরায় এমনই বিস্ফোরক তথ্য দিল অন্যতম অভিযুক্ত গোপাল তিওয়ারি। গোপাল জানিয়েছে, পুরভোটের আগের দিন পাথুরিয়াঘাটার এক ক্লাবে বসেছিল ওই মিটিং।
ব্যুরো: এক তৃণমূল নেতার উপস্থিতিতেই তৈরি হয়েছিল গিরিশপার্ক কাণ্ডের অ্যাকশন প্ল্যান। জেরায় এমনই বিস্ফোরক তথ্য দিল অন্যতম অভিযুক্ত গোপাল তিওয়ারি। গোপাল জানিয়েছে, পুরভোটের আগের দিন পাথুরিয়াঘাটার এক ক্লাবে বসেছিল ওই মিটিং।
হঠাত্ হামলা নয়। রীতিমতো পরিকল্পনা করে পুরভোটের দিন গোপাল তিওয়ারির দলবল হামলা করেছিল গিরীশপার্কে। ভোটের আগের দিনই তৈরি হয়ে গিয়েছিল অ্যাকশন প্ল্যান। আর এসব কিছুই হয়েছিল এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার উপস্থিতিতে।
গোপাল তিওরিকে জেরায় এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।
জেরায় গোপাল জানিয়েছে,পুরভোটের আগের দিন পাথুরিয়াঘাটার এক ক্লাবে মিটিংয়ে বসে তারা। ঠিক হয়, ভোটের দিন গোপালের বাহিনী দাপিয়ে বেড়াবে উত্তর কলকাতা জুড়ে।
আর এইসবই ঠিক হয় ওই নেতার উপস্থিতিতে।
এক সপ্তাহ আগে তাঁরা অস্ত্র মজুত করেছিল গোপাল ও তার সহযোগী রাউয়া সোনকারের বাড়িতে। গোপালের সঙ্গেই গা ঢাকা দেয় রাউয়া। গোপাল গ্রেফতার হলেও, এখনও অধরা রাউয়া।
লালবাজারের গোয়েন্দাদের জেরায় গোপাল জানিয়েছে, ওই দিন চারটের পর তাদের কাছে খবর আসে সিংহিবাগানে গণ্ডগোল হচ্ছে। খবর পেয়েই সেখানে যেতে বলে নিজের দলের ছেলেদের।
গোপালের দাবি, সিংহিবাগানের ঘটনায় সে গুলি চালাতে বলেনি। ইফতিকার কেন পুলিসের উপর গুলি চালিয়েছিল তা সে জানে না।
তাহলে কেন গুলি চালাল ইফতিকার? কি টার্গেট ছিল তাদের? গোপাল আর ইফতিকারকে মুখোমুখি বসিয়ে জেরা করে সে রহস্যের সমাধান চাইছেন গোয়েন্দারা।