তৃণমূল ছাত্র পরিষদে গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৩

ফের গোষ্ঠীদ্বন্দ্ব তণমূলে। এবার দ্বন্দ্ব বাধল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আমহার্স্ট স্ট্রিট চত্বরে।

Updated By: Apr 28, 2012, 07:20 PM IST

ফের গোষ্ঠীদ্বন্দ্ব তণমূলে। এবার দ্বন্দ্ব বাধল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আমহার্স্ট স্ট্রিট চত্বরে।
কোন গোষ্ঠীর কথা মতো আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের ছাত্র সংসদ চলবে, এই নিয়ে বচসা বাধে তৃণমূল কংগ্রেস নেতা পিয়াল চৌধুরীর অনুগামীদের সঙ্গে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সজল ঘোষের অনুগামীদের। বচসা গড়ায় সংঘর্ষে। শুরু হয় ইট ছোঁড়াছুঁড়ি। দফায় দফায় সংঘর্ষে আহত হন ৩ জন।
সজল ঘোষ এবং তাঁর অনুগামীদের তাড়া করে পিয়াল চৌধুরী গোষ্ঠীর লোকজন। ভয়ে আক্রান্তরা ঢুকে পড়ে আমহার্স্ট স্ট্রিট থানায়। এরপর দীর্ঘক্ষণ থানা ঘিরে রাখে পিয়াল চৌধুরী গোষ্ঠীর সমর্থকেরা। অশান্তি এড়াতে ওই এলাকায় বিরাট পুলিসবাহিনী মোতায়েন করা হয়। বিকেল সাড়ে ৫টা নাগাদ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিস।

.