নোটবন্দির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

নোটবন্দির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। আগামি ৩দিন দেশের প্রতিটি কোণায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে দল। টুইটে ফের মোদীকে নিশানা করেছেন তৃণণূল নেত্রী।

Updated By: Jan 9, 2017, 03:05 PM IST
নোটবন্দির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

ওয়েব ডেস্ক: নোটবন্দির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। আগামি ৩দিন দেশের প্রতিটি কোণায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে দল। টুইটে ফের মোদীকে নিশানা করেছেন তৃণণূল নেত্রী।

আরও পড়ুন চাঁদমারিতে নীল-সাদা, তাই ফের নবান্ন অভিযান করতে চলেছে বামেরা

নোটবন্দি নিয়ে মোদীবাবুর সিদ্ধান্ত লজ্জাজনক। এই ফ্লপ শোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষকে দুর্ভোগের হাত থেকে রেহাই দিতে হবে। আগামী ৩দিন দেশজুড়ে ধরনা দেবে তৃণমূল। বাংলা, ভুবনেশ্বর,পঞ্জাব, কিষাণগঞ্জ,মনিপুর, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড ও দিল্লিতে চলবে ধরনা। 

আরও পড়ুন  তৃণমূলের দুই ডাক্তার নেতার কাজিয়া এবার থানা-পুলিস পর্যন্ত গড়াল

.