বামশূন্য বিধানসভায় জ্যোতির জন্মদিনে মাল্যদান তৃণমূলের, আলাদা করে ফুল-মালা Suvendu-র

 প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে নিউটাউনকে 'জ্যোতি বসু নগর' করার দাবি বামেদের। 

Updated By: Jul 9, 2021, 12:08 AM IST
বামশূন্য বিধানসভায় জ্যোতির জন্মদিনে মাল্যদান তৃণমূলের, আলাদা করে ফুল-মালা Suvendu-র

নিজস্ব প্রতিবেদন: সেই ১৯৭৭ সালে এ রাজ্যে বাম শাসন শুরু হয়েছিল তাঁর হাত ধরে। ৩৪ বছর ধরে অটুট ছিল বাম দুর্গ। ২০১১ সালে ভেঙে পড়ার পর ১০ বছর পর বিধানসভা বাম শূন্য। জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিনে তাঁর ছবিতে শ্রদ্ধার্ঘ্য জানালেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। নেই কোনও সিপিএম বা বাম প্রতিনিধি।

বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। আলাদা করে ফুল-মালা নিয়ে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বামেদের কোনও প্রতিনিধি থাকলেন না। তবে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মালা দেন।

বিধানসভায় বিধায়করাই শ্রদ্ধা জানাতে পারেন। বিধায়কদের আমন্ত্রণে যেতে পারেন দলীয় নেতারা। যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে বিধানসভায় গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে মাল্যদান করেন দিলীপ ঘোষ। এ দিন কোনও বাম প্রতিনিধি ছিলেন না। এনিয়ে পরে পরিষদীয় মন্ত্র পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বামেরা মমতার বিরোধিতা করতে গিয়েই নিশ্চিহ্ন হয়ে গেল।'         
 
সল্টলেকের নামকরণ করা হয়েছিল বিধাননগর। তেমনই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে নিউটাউনকে 'জ্যোতি বসু নগর' করতে চেয়েছিল বামেরা। কিন্তু তার পর নামকরণ আর এগোয়নি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,'আমরা জ্যোতি বসুর নগর হিসেবেই ওই এলাকাটিকে চিহ্নিত করেছি।'       

আরও পড়ুন- 'পাগলামির সীমা থাকে,' Saumitra-কে 'জোকার' কটাক্ষ Dilip-র

.