কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে চাঞ্চল্য!

ফের হুমকি ফোনে চাঞ্চন্যের ঘটনা। গতকাল মাঝরাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে চাঞ্চল্য ছড়াল গোটা শহরে। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ লালবাজার কন্ট্রোলরুমে একটি ফোন আসে। পুরুষ কণ্ঠে হিন্দিতে বলা হয়, আরশাদ নামে এক ব্যক্তি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষেছে। আরশাদের মোবাইল নম্বর - ৮৬৯৭৮৭২৮৯৫। ফোন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। নিরাপত্তা বাড়ানো হয় বিমানবন্দরের। রাতভর তল্লাসি চালায় পুলিস ও সিআইএসএফ। যদিও তল্লাসি চালিয়ে সন্দেহজনক কিছুই মেলেনি। যে নম্বর থেকে ফোন এসেছিল, তার নম্বর ৩৬১৫১৮৮৩৭১।

Updated By: Sep 7, 2016, 12:43 PM IST
কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে চাঞ্চল্য!

ওয়েব ডেস্ক: ফের হুমকি ফোনে চাঞ্চন্যের ঘটনা। গতকাল মাঝরাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে চাঞ্চল্য ছড়াল গোটা শহরে। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ লালবাজার কন্ট্রোলরুমে একটি ফোন আসে। পুরুষ কণ্ঠে হিন্দিতে বলা হয়, আরশাদ নামে এক ব্যক্তি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষেছে। আরশাদের মোবাইল নম্বর - ৮৬৯৭৮৭২৮৯৫। ফোন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। নিরাপত্তা বাড়ানো হয় বিমানবন্দরের। রাতভর তল্লাসি চালায় পুলিস ও সিআইএসএফ। যদিও তল্লাসি চালিয়ে সন্দেহজনক কিছুই মেলেনি। যে নম্বর থেকে ফোন এসেছিল, তার নম্বর ৩৬১৫১৮৮৩৭১।

.