সল্টলেকে ফের চুরি, এবার নিশানায় ভিআইপি-দের ফ্ল্যাট
পিফের সল্টলেকে চুরি। চুরি ভিআইপিদের আবাসনেই। ওই আবাসনে থাকেন এক পুলিসকর্তা। যাঁর বাড়িতে চুরি, তিনি প্রাক্তন আইএএস অফিসার। প্রাক্তন আমলার ফ্ল্যাটে চুরির ঘটনায় ফের প্রশ্নের মুখে সল্টলেকের নিরাপত্তা।সল্টলেকে চুরি কোনও নতুন ঘটনা নয়। এবার দুষ্কৃতীদের হানা প্রাক্তন আইএএস অফিসার কেপি সিনহার বাড়িতে। শুক্রবার দুপুরে কেবি ব্লকের ওই ফ্ল্যাটে তখন কেউ ছিলেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। অভিযোগ, আলমারি খুলে লুঠ করে নেয় সোনার ও রূপোর গয়না।
পিফের সল্টলেকে চুরি। চুরি ভিআইপিদের আবাসনেই। ওই আবাসনে থাকেন এক পুলিসকর্তা। যাঁর বাড়িতে চুরি, তিনি প্রাক্তন আইএএস অফিসার। প্রাক্তন আমলার ফ্ল্যাটে চুরির ঘটনায় ফের প্রশ্নের মুখে সল্টলেকের নিরাপত্তা।সল্টলেকে চুরি কোনও নতুন ঘটনা নয়। এবার দুষ্কৃতীদের হানা প্রাক্তন আইএএস অফিসার কেপি সিনহার বাড়িতে। শুক্রবার দুপুরে কেবি ব্লকের ওই ফ্ল্যাটে তখন কেউ ছিলেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। অভিযোগ, আলমারি খুলে লুঠ করে নেয় সোনার ও রূপোর গয়না।
কেবি ব্লকের এই আবাসনেই থাকেন এডিজি আইবি বাণীব্রত বসু। এহেন ভিআইপি আবাসনের দরজা ভেঙে চুরির ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে সল্টলেকের নিরাপত্তা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও।
প্রাক্তন আমলা কেপি সিনহার ফ্ল্যাটে চুরির তদন্ত শুরু করেছে বিধাননগর গোয়েন্দা পুলিস।