Buddhadeb Bhattacharya Hospitalised: এখনও ভেন্টিলেশনেই বুদ্ধদেব, সংকট না কাটলেও স্থিতিশীল
শনিবার হাসপাতালে আসার পর থেকে কিছু খাওয়ানো হয়নি তাঁকে। ভেন্টিলেশনের সময় পরানো রাইলস টিউব দিয়েই খাওয়ানো হবে আর কিছুক্ষণের মধ্যেই। জানা গিয়েছে তাঁকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জানা গিয়েছে রবিবার বেলা ১০টা নাগাদ তাঁর মেডিক্যাল টিমের চিকিৎসকেরা আসবেন।
মৈত্রেয়ী ভট্টাচার্য: শনিবার রাতে রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ, অক্সিজেন, ইউরিন আউটপুট মোটামুটি ঠিক ছিল বলে জানা গিয়েছে। ব্লাড সুগারটা একটু বেশি ছিল। রবিবার সকালে রাইলস টিউব দিয়ে একটু খাবার খাওয়ানো হবে তাঁকে এমনটাই জানা গিয়েছে।
শনিবার হাসপাতালে আসার পর থেকে কিছু খাওয়ানো হয়নি তাঁকে। ভেন্টিলেশনের সময় পরানো রাইলস টিউব দিয়েই খাওয়ানো হবে আর কিছুক্ষণের মধ্যেই। জানা গিয়েছে তাঁকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জানা গিয়েছে রবিবার বেলা ১০টা নাগাদ তাঁর মেডিক্যাল টিমের চিকিৎসকেরা আসবেন।
রবিবার রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্টেবিলাইজ করার সবরকম চেষ্টা করা হচ্ছে। ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই যাতে তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটারগুলি ঠিক থাকে তাঁর জন্য বিভিন্ন সাপোর্ট দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে তাঁর সমস্ত ভাইটাল প্যারামিটার মেন্টেন হয়েছে ঠিক যেমন তাঁরা চাইছিলেন। তাঁর যে ওষুধ চলছে তা কাজ করার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। এই স্থিতাবস্থাই এই মুহুর্তে ডাক্তারদের কাছে একটি আশার বিষয় বলে জানা গিয়েছে।
কাল রাত থেকে সব প্যারামিটার মেন্টেন হওয়ায় রবিবার সকলে তাঁকে খাওয়ানোর প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এরপরে শরীরের কার্বন ডাই অক্সাইডের মাত্রা, সংক্রমণের মাত্রা সবকিছুই ফের পরীক্ষা করা হবে।
বুদ্ধদেব ভট্টাচার্যর মেডিক্যাল টিমের চিকিৎসক সদস্যরা সকাল ১০টা নাগাদ আসবেন হাসপাতালে। ১১টা নাগাদ বৈঠক করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে।
শনিবার সন্ধেয় হাসপাতালে ভর্তির পর রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ার পর তাঁর আচ্ছন্ন ভাব কিছুটা কেটে যায়। পরে আবার তাঁর আচ্ছন্ন ভাব চলে আসে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ফলে তাঁকে শেষপর্যন্ত ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।