Calcutta University: অফলাইনেই পরীক্ষা, সিন্ডিকেট বৈঠকে সিলমোহর কলকাতা বিশ্ববিদ্যালয়ের
পড়ুয়ারা জানিয়েছেন বিভিন্ন জায়গায় সিলেবাস শেষ হয়নি। সেই সমস্যার সমাধানে সিন্ডিকেটের পক্ষ থেকে কলেজগুলিকে জানানো হয়েছে, যদি তাদের সিলেবাস শেষ না হয়ে থাকে তাহলে যেন দ্রুত সেই কাজ করা হয়।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব কলেজে পরীক্ষা হবে অফলাইনে। সিন্ডিকেটের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে শুক্রবার।
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইভেন সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনে। ইতিমধ্যেই অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈঠকে প্রায় ৯৫ শতাংশ অধ্যক্ষ অফলাইন পরীক্ষার পক্ষেই মত দেন।
এর আগে ইউজি এবং পিজি কাউন্সিলেও অফলাইন পরীক্ষার পক্ষেই সায় দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে সকলের মতামত বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তারাও জানিয়েছে ইভেন সেমিস্টারের পরীক্ষা অফলাইনেই হবে।
আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড ব্যবহার করছেন না? 'কড়া' পদক্ষেপ নিচ্ছে সরকার
অন্যদিকে পড়ুয়ারা জানিয়েছেন বিভিন্ন জায়গায় সিলেবাস শেষ হয়নি। সেই সমস্যার সমাধানে সিন্ডিকেটের পক্ষ থেকে কলেজগুলিকে জানানো হয়েছে, যদি তাদের সিলেবাস শেষ না হয়ে থাকে তাহলে যেন দ্রুত সেই কাজ করা হয়।