Calcutta University: সিলেবাস অসম্পূর্ণ, নেই প্রস্তুতি; অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের
ছাত্রদের তরফে জানানো হয়েছে তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দাবিকে বিবেচনা করতে হবে। তাদের বক্তব্য ছয় মাসের সেমিস্টারে মাত্র এক থেকে দেড় মাস ক্লাস হয়েছে এবং তাও সম্পূর্ণ অফলাইনে হয়নি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে ছাত্র বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।
কলকাতা বিশ্বও বিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেন গেটের সামনে বসে রয়েছেন পড়ুয়ারা। তাদের স্পষ্ট বক্তব্য অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষা চান তাঁরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের বক্তব্য জানিয়েছেন এবং সেই বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
ছাত্রদের তরফে জানানো হয়েছে তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দাবিকে বিবেচনা করতে হবে। তাদের বক্তব্য ছয় মাসের সেমিস্টারে মাত্র এক থেকে দেড় মাস ক্লাস হয়েছে এবং তাও সম্পূর্ণ অফলাইনে হয়নি।
আরও পড়ুন: Paresh Adhikary: মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় CBI, শনিবার সকালে ফের তলব পরেশ অধিকারীকে
তাদের আরও বক্তব্য মাত্র কয়েকটি ক্লাস হওয়ার ফলে অর্ধেক সিলেবাস শেষ হয়নি। এই পরিস্থিতিতে সম্পূর্ণ প্রস্তুতি না থাকায় অফলাইন পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তাঁরা।