মেয়ের পড়াশোনার জন্য টাকা দিতেই হবে শোভনকে, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মেয়ের পড়়াশোনার খরচ আদায় করতে আদালতে ছুটতে হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে।

Updated By: Jan 11, 2019, 02:52 PM IST
মেয়ের পড়াশোনার জন্য টাকা দিতেই হবে শোভনকে, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: বিচ্ছেদের মামলা চলছেই। তবে মেয়ের পড়াশোনার খরচ আদায় মামলায়  ‘অ্যাডভান্টেজ’ পেলেন  প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘প্রাক্তন’ স্ত্রী রত্নাই। নিম্ন আদালতের পর হাইকোর্টও শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, মেয়ের পড়াশোনার খরচ দিতে হবে শোভন চট্টোপাধ্যায়কেই।

কোথাও কোনও সিনেমা বন্ধের নির্দেশ নেই : মন্ত্রী ইন্দ্রনীল সেন

প্রসঙ্গত, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মেয়ের পড়়াশোনার খরচ আদায় করতে আদালতে ছুটতে হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে। আলিপুর আদালতের বিচারক রায় দিয়েছিলেন, মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়াশোনার খরচের জন্য শোভনকে মাসে ৪০ হাজার টাকা দিতে হবে। আর স্ত্রীকে দিতে হবে এককালীন ৭০ হাজার টাকা। যদিও আলিপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়ার  যান মেয়র।

আরও পড়ুন, কলকাতায় বন্ধ হল 'দ্যা অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর শো, দেখুন বিক্ষোভের ছবি

 

শুক্রবার সেই মামলার শুনানি ছিল।  রত্না চট্টোপাধ্যায় হাইকোর্টে জানান, মেয়ের পড়াশোনার জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা করে দিতে হবে।   আদালতের কাছে শোভনবাবু জানান, মেয়ের পড়াশোনার খরচ চালানোর মতো ওত টাকা তাঁর কাছে নেই।  তিনি ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে পারেন। শুনানি শেষে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাতেই শিলমোহর দেন।

 

.