নির্বিঘ্নে সম্পন্ন গঙ্গাসাগর মেলা, সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর তরফে চিঠি মুখ্যসচিবের

বৃহস্পতিবার সব আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন তিনি

Updated By: Jan 21, 2022, 11:09 AM IST
নির্বিঘ্নে সম্পন্ন গঙ্গাসাগর মেলা, সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর তরফে চিঠি মুখ্যসচিবের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতির মধ্যেই আয়োজন করা হয়েছে ২০২২ সালের গঙ্গাসাগর মেলা। কোভিড সংক্রান্ত সবরকম বিধি নিষেধ মেনেই আয়োজন করা হয় মেলা। এরপরেই মুখ্যমন্ত্রীর তরফে সবাইকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি।

বৃহস্পতিবার সব আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন সহ মেলার সঙ্গে যুক্ত অন্যান্য সব দফতরকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন তিনি।

আরও পড়ুন: গোয়ার রাজনীতিতে তৃণমূল শুধুমাত্র দর্শক, দাবি Dilip Ghosh-র

চিঠিতে তিনি  আরও লিখেছেন যে, দক্ষিণ ২৪ পরগনার সিভিক এবং পুলিস প্রশাসন, এনজিও, পুলিস আধিকারিক, কনস্টেবল, পঞ্চায়েত আধিকারিক, লঞ্চ এবং ভেসেল কর্মী এবং তৃণমূলস্তরীয় রাজনৈতিক কর্মী, সমাজকর্মীদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

CS Letter

মেলাটিকে সব কোভিড বিধি মেনে সফলভাবে সংগঠিত করার ক্ষেত্রে সকল পক্ষের যোগদানকে এই চিঠিতে ধন্যবাদ জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.