TET Recruitment Case: ৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর, পর্ষদ সভাপতিকে কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
২০১৪-র টেট পরীক্ষার্থীর মামলায় কড়া নির্দেশ কোর্টের। ২১ সেপ্টেম্বর নিয়োগের নির্দেশ হাইকোর্টের। ২ মাসেও কেন হল না নিয়োগ?ইচ্ছাকৃতভাবে টালবাহানা পর্ষদের, তোপ কোর্টের। ৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকরের ফরমান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে। ২০১৪ সালের টেটে অংশ নেন প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিক। ওই পরীক্ষায় তিনি পাশ করেননি বলে জানায় পর্ষদ। আবার গত বছর পর্ষদ জানায় টেটে পাশ করেছেন ওই পরীক্ষার্থী। তিনি ৯২ শতাংশ নম্বর পেয়েছেন।
টেট উত্তীর্ণ জানতে পেরে চাকরির দাবিতে হাই কোর্টে মামলা করেন। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, দু'মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। শুক্রবার তাঁর প্রশ্ন, পর্ষদ ইচ্ছাকৃতভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেননি। তাই শুক্রবারই নির্দেশ কার্যকর করতে হবে। ৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।
আদালতের পর্যবেক্ষণ, দু’মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। শুক্রবার তাঁর প্রশ্ন, পর্ষদ ইচ্ছাকৃত ভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেননি। তাই শুক্রবারই নির্দেশ কার্যকর করতে হবে। চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, শিক্ষিকা হিসেবে তিনি যে অর্থ পেয়েছিলেন, তা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন, Sovan Chatterjee: ৬ বছর ধরে আমাদের উপর অত্যাচার চলছে, শোভনের মন্তব্যে ফের তৃণমূল-জল্পনা
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)