টেটে ক্রমশই কেঁচো খুঁড়তে বেরোচ্ছে কেউটে, স্বজনপোষণ থেকে আর্থিক দুর্নীতি, তদন্তে অনীহা কেন শিক্ষামন্ত্রীর?

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির আরও চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছল ২৪ ঘণ্টার হাতে। উত্তর দিনাজপুরে তৃণমূল নেতা দলের প্যাডে চাকরির জন্য নাম সুপারিশ করেছেন। আছে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। জেলায় জেলায় টেটে পাশ করেছেন শাসকদলের বিভিন্ন স্তরের নেতাদের আত্মীয়রা।

Updated By: Jan 28, 2014, 10:51 AM IST

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির আরও চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছল ২৪ ঘণ্টার হাতে। উত্তর দিনাজপুরে তৃণমূল নেতা দলের প্যাডে চাকরির জন্য নাম সুপারিশ করেছেন। আছে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। জেলায় জেলায় টেটে পাশ করেছেন শাসকদলের বিভিন্ন স্তরের নেতাদের আত্মীয়রা।

নেতারা নাম পাঠাচ্ছেন। প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি কারা পাবেন তার অ্যানালিসিস হচ্ছে তৃণমূল ভবনে। জানাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সুরঞ্জনা চক্রবর্তী। চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনে টেট কেলেঙ্কারির পর্দা ফাঁসের পর তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়। টেট কেলেঙ্কারির জাল ছড়িয়েছে রাজ্যজুড়ে। পাশের তালিকায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রীর ছেলে-মেয়ে, আত্মীয়দের নাম। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক অমিয় ভট্টাচার্য, তমলুকের সৌমেন মহাপাত্র, পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি, মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্রদের ঘনিষ্ঠদের ভাগ্যে শিকে ছিঁড়েছে টেটের।

স্বজনপোষণই শুধু নয়। উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগও। তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, রায়গঞ্জের মহম্মদ খলিলুদ্দিন সরকার দলের প্যাডে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য ৪৪ জনের নাম সুপারিশ করেছিলেন। তালিকার প্রথম দুটি নাম অবশ্য তাঁর নিজের ও তাঁর স্ত্রীর। তালিকায় অন্য যাঁদের নাম রয়েছে, তাঁদের কাছ থেকে খলিলুদ্দিন সরকার টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ।

মুর্শিদাবাদের রেজিনগরের এক পরীক্ষার্থীর অভিযোগ, লিখিত পরীক্ষায় পাস করার পর চাকরির জন্য তাঁর কাছে চার লক্ষ টাকা দাবি করেছিলেন শাসকদলের নেতারা।যোগ্যতা নয়। টাকা আর শাসকদলের নেতাদের সুপারিশ থাকলেই মিলবে প্রাইমারি স্কুলের চাকরি। ২৪ ঘণ্টার হাতে আসা এইসব তথ্যপ্রমাণ রাজ্যজুড়ে আলোড়ন তৈরি করেছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত নিয়ে ছেলেখেলা চললেও তদন্তে নারাজ সরকার।

.