চিৎপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন ঘণ্টা পরেও আগুন নেভাতে হিমশিম দমকলের ১৮টি ইঞ্জিন
ঘটনাস্থলে পৌঁছেছে ১৮ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: চিৎপরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার দুপুর ১ টা নাগাদ আগুন ধরে বলে জানা যাচ্ছে। বাসিন্দারা দেখতে পায় কারখানা থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া সঙ্গে আগুনের ফুলকি। কম সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পরে গোটা কারখানায়। রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় গোটা পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে।
চিৎপুরে নয়াপট্টি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। পাশাপাশি ঘটনাস্থলে লড়ছে দমকলের ১৮ টি ইঞ্জিন। প্লাস্টিক কারখানার এলাকা ঘিঞ্জি হবার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চলছে।
West Bengal: Fire breaks out at a plastic factory in Chitpur area of North Kolkata. Ten fire tenders are present at the spot, fire fighting operations underway. More details awaited. pic.twitter.com/oCgerCwPF6
— ANI (@ANI) October 12, 2020