সুখবর, কলকাতায় জাঁকিয়ে শীত দোরগোড়ায়

নামছে পারদ। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ।

Updated By: Dec 4, 2018, 02:14 PM IST
সুখবর, কলকাতায় জাঁকিয়ে শীত দোরগোড়ায়

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। এখনও যেন ঠান্ডা কিছু মালুম-ই হচ্ছে না। মুখ ভার হচ্ছিল কলকাতাবাসীর। অবশেষে এল সুখবর। হাওয়া অফিসের পূর্বাভাস জানান দিচ্ছে, জাঁকিয়ে শীত দোরগোড়ায়।

আরও পড়ুন, সন্তানহীনতার জেরেই স্ত্রী অন্তরাকে খুন সুরজিতের!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পারদ নামতে শুরু করেছে। আরও নামবে পারব। আগামী সপ্তাহের শেষ দিকেই কনকনে ঠান্ডা মালুম পাবে শহরবাসী। আজ শহর কলকাতায় সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.১ ডিগ্রি।

আরও পড়ুন, বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কোটি দশ লাখ টাকার সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী

পূর্বাভাস বলছে, আগামী ২-৩ দিন তাপমাত্রা ১৬-র আশপাশেই ঘোরাঘুরি করবে। ফলে শীতের আমেজ টের পাওয়া যাবে। তবে হ্যাঁ, জাঁকিয়ে শীত এই সপ্তাহেই পড়ছে না। তারজন্য আরও কয়েকটা দিন মাত্র অপেক্ষা করতে হবে শহরবাসীকে। আরও পড়ুন, পরপুরুষের সঙ্গে পরকীয়া? স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার পর লাইনে ঝাঁপ স্বামীর

.