বনধ, হরতালে অংশ নিলে মিলবে না ট্যাক্সির পারমিট

বনধ, হরতাল, ধর্মঘটে অংশ নেওয়া যাবে না। এই শর্তেই মিলবে ট্যাক্সির পারমিট। এমনই নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। দুহাজার নতুন ট্যাক্সিকে পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্যের এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাওয়ার কথা ভাবছে ট্যাক্সি মালিকদের সংগঠন।

Updated By: Aug 20, 2013, 11:10 PM IST

বনধ, হরতাল, ধর্মঘটে অংশ নেওয়া যাবে না। এই শর্তেই মিলবে ট্যাক্সির পারমিট। এমনই নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। দুহাজার নতুন ট্যাক্সিকে পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্যের এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাওয়ার কথা ভাবছে ট্যাক্সি মালিকদের সংগঠন।
দু-হাজার ট্যাক্সিকে পারমিট দিতে চলেছে রাজ্য। এজন্য নির্দেশিকা জারি করেছে রাজ্যের পরিবহণ দফতর। সেই নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। শর্ত হিসাবে বলা হয়েছে, পারমিট নিতে গেলে ধর্মঘট, হরতাল বা বনধে অংশ নেওয়া চলবে না ট্যাক্সিচালকদের।এই মুচলেকা দিলে তবেই মিলবে পারমিট।
একইসঙ্গে বলা হয়েছে ট্যাক্সি রিফিউজাল বরদাস্ত করা হবে না।
রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাওয়ার কথা ভাবছে ট্যাক্সিমালিক সংগঠনগুলি।
নির্দেশিকায় পারমিট পাওয়া নতুন ট্যাক্সিদের রঙ হবে নীল-সাদা। ট্যাক্সির গায়ে সাঁটা থাকবে নো রিফিউসাল লোগো। দীর্ঘদিন ধরেই ট্যাক্সি চালকদের যাত্রী ফেরানোর অভিযোগ আসছিল। সমস্যা মেটাতে রাত দশটার পর বাড়ানো হয় ট্যাক্সির ভাড়া। তারপরেও ট্যাক্সি চালকদের যাত্রী প্রত্যাখান থামেনি। দুর্ভোগ কমেনি যাত্রীদের। এবার তাই পারমিট দেওয়ার শুরুতেই ট্যাক্সিচালকদের নিয়মে বাঁধার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য।

.