কলকাতার বাসিন্দাদের জন্য এবার সুখবর!
কলকাতার বাসিন্দা? ফ্ল্যাটে থাকেন? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। এই বছর আপনাক ট্যাক্স বেশ কিছুটা কম পড়বে। কারণ, ফ্ল্যাটের বিল্ড আপ এরিয়ার জন্য কোনও কর নেবে না কলকাতা পুরসভা। কর নেওয়া হবে শুধুমাত্র কার্পেট এরিয়া অর্থাত্ আপনার থাকার অংশটুকুর জন্য।
ওয়েব ডেস্ক : কলকাতার বাসিন্দা? ফ্ল্যাটে থাকেন? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। এই বছর আপনাক ট্যাক্স বেশ কিছুটা কম পড়বে। কারণ, ফ্ল্যাটের বিল্ড আপ এরিয়ার জন্য কোনও কর নেবে না কলকাতা পুরসভা। কর নেওয়া হবে শুধুমাত্র কার্পেট এরিয়া অর্থাত্ আপনার থাকার অংশটুকুর জন্য।
আরও পড়ুন- নারদ ইস্যুতে কলকাতা পুরসভায় উত্তজনা; মেয়রের পদত্যাগ দাবি
আজ কলকাতা পুরসভার বাজেট পেশ করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে, অধিবেশন শুরু হওয়ার পর নারদ ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়়তে হয় মেয়রকে। তাদের দাবি, নারদের মত দুর্নীতিতে নাম জড়ানো একজন মেয়রের পেশ করা বাজেট তারা মানবে না। অবলম্বে তাঁর পদত্যাগও দাবি করা হয়।