Shrabanti Chatterjee: শ্রাবন্তীর বিজেপি ত্যাগে বেলাগাম তথাগত, এক হাত নিলেন কৈলাসকেও

 স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শ্রাবন্তী এবং কৈলাস বিজয়বর্গীয়কে তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায়।

Updated By: Nov 11, 2021, 04:24 PM IST
Shrabanti Chatterjee: শ্রাবন্তীর বিজেপি ত্যাগে বেলাগাম তথাগত, এক হাত নিলেন কৈলাসকেও

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির কোনও উদ্যোগ দেখতে পাচ্ছেন না, বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে পদ্ম শিবিরের (BJP) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) বেহালা পশ্চিম (Behala West) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন নায়িকা। বেশ কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে চাপা ক্ষোভ দানা বেঁধেছিল তাঁর মনে। এদিন টুইটে (tweet) সেই ক্ষোভই উগড়ে দিলেন তিনি। 

তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শ্রাবন্তী এবং কৈলাস বিজয়বর্গীয়কে তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায়। আবার সেই কেন্দ্রীয় নেতৃত্বকেই নিশানা করলেন তিনি। শ্রাবন্তীর দলত্যাগের টুইটের পর মাইক্রোব্লগিং সাইটে তথাগত রায় লেখেন, 'আমাদের এক পুরোনো কর্মী দিনদুয়েক আগে লিখেছিলেন, উনি জয়নগরে সভা পরিচালনা করছিলেন। কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন, ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এর পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে এ আর বিচিত্র কি?'

আরও পড়ুন, Srabanti Chatterjee Quits BJP: বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিস্ফোরক টুইট শ্রাবন্তীর

বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তথাগত রায়। তারকা প্রার্থীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। শ্রাবন্তীর দলত্যাগে তা আরও ধারালো হল। অন্যদিকে দল ছাড়ার পর থেকেই নায়িকা তৃণমূল শিবিরে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। 

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে ১ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। দিলীপ-‌কৈলাসের হাত থেকেই সেদিন বিজেপির পতাকা তুলে নেন অভিনেত্রী। এরপরই বিজেপির প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী,পায়েলদের মদনের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। ভোটের আবহে চরম অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। ভোটের ফলে ধরাশায়ী হয়েছিল বিজেপি। 

এর আগে তারকা প্রার্থীদের  'নগরীর নটী' বলেও সম্বোধন করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন, ''কেন টিকিট দেওয়া হল এই মহিলাদের? কী গুণ আছে এদের?'' তবে তথাগত রায় কটাক্ষ করলেও ওয়াকিবহাল মহলের মত শ্রাবন্তীর হঠাৎ বিজেপিতে যোগদান যেমন কিছুটা অবাকই করেছিল সবাইকে। তেমনই নাকি প্রত্যাশিত ছিল এই দলত্যাগ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.