আগাম জামিন পেলেন তাপস চট্টোপাধ্যায়
রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করল বারাসত আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন রাজারহাটে একটি স্কুল খোলা নিয়ে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের দেহরক্ষীর পিস্তল থেকে গুলি চলে।
রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করল বারাসত আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন রাজারহাটে একটি স্কুল খোলা নিয়ে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের দেহরক্ষীর পিস্তল থেকে গুলি চলে। রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর অভিযোগ করে তৃণমূল। ১ মার্চ ৪৩৮ ধারায় আগাম জামিনের আবেদন করেন তাপস চট্টোপাধ্যায়। সোমবার বারাসত আদালতে ওই আবেদনের শুনানি ছিল। গণতান্ত্রিক আইনজীবী সংঘের তরফে প্রায় একশোজন আইনজীবী তাপস চট্টোপাধ্যায়ের পক্ষে দাঁড়ান।
সরকারপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা বারাসত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যেতে পারেন। গণতান্ত্রিক আইনজীবী সংঘের একাংশের তরফে, রাজারহাট কাণ্ডে পুলিস প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে।