রাজারহাটের পুরপ্রধানের আগাম জামিন মঞ্জুর

রাজারহাটে সংঘর্ষের ঘটনায় দুটি মামলাতেই আগাম জামিন পেলেন সিপিআইএম নেতা তাপস চট্টোপাধ্যায়। বুধবার দ্বিতীয় মামলাটিতে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বারাসত আদালত।

Updated By: Apr 4, 2012, 05:22 PM IST

রাজারহাটে সংঘর্ষের ঘটনায় দুটি মামলাতেই আগাম জামিন পেলেন সিপিআইএম নেতা তাপস চট্টোপাধ্যায়। বুধবার দ্বিতীয় মামলাটিতে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বারাসত আদালত।
২৮ ফেব্রুয়ারির ধর্মঘটের দিন রাজারহাট এলাকার একটি স্কুল জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগকে ঘিরে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে যান রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত। দুপক্ষের সংঘর্ষে গুলিতে একজন আহত হন। বিধায়কের দেহরক্ষীর সার্ভিস রিভলবার ছিনতাইয়েরও অভিযোগ ওঠে। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল। পাল্টা অভিযোগ দায়ের করেন তাপস চট্টোপাধ্যায়।
গত ১২ মার্চ বেশ কয়েকটি মামলায় তাপস চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল বারাসত আদালত। এরপর ২৯ মার্চ সার্ভিস রিভলবার ছিনতাইয়ের মামলাতে আগাম জামিনের আবেদন করেন তিনি। বুধবার সেই মামলাতেও তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বারাসত আদালত।

.