মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পুরভোটে প্রার্থী তালিকায় সেই সিন্ডিকেট সদস্যরাই
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার। সামনেই বিধাননগর-রাজারহাটে পুরভোট। সেই ভোটে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। তা নিয়ে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার। সামনেই বিধাননগর-রাজারহাটে পুরভোট। সেই ভোটে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। তা নিয়ে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।
সিন্ডিকেট করলে তৃণমূলে ঠাঁই নেই। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলনেত্রী। রাজ্যের ডাকাবুকো তৃণমূল নেতাদের মদতে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিকবার সিন্ডিকেট রাজের অভিযোগ উঠেছে। উঠেছে ঠগ বাছতে গা উজাড়ের প্রশ্নও। আর এবার বিধাননগর-রাজারহাট পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকছে সেই নেতাদেরই যাদের অঙ্গুলিহেলনে সিন্ডিকেট চলে। দু-একদিনের মধ্যে প্রকাশিত হবে প্রার্থী তালিকা।
সূত্রের খবর তাতে নাম থাকছে আফতাব উদ্দিন, ডাম্পি মণ্ডলদের।
কে এই আফতাব উদ্দিন? রাজারহাট-নিউটাউন এলাকায় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আফতাবউদ্দিন। তিনি তৃণমূলের রাজারহাটের যুব সভাপতিও।
টিকিট পাচ্ছেন ডাম্পি মণ্ডলও। রাজারহাটের নারায়ণপুর এলাকায় তার ছত্রছায়ায় সিন্ডিকেট চলে।দলের অন্দরেও বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন।
বিরোধীদের প্রশ্ন, ২১ জুলাইয়ের সমাবেশে সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরও কীভাবে এরা প্রার্থী তালিকায় ঢুকে পড়লেন?