Governor CV Ananda Bose: কেন শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা? রাজ্যের কাছে জানতে চাইলেন বোস!

এদিন  হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে দুশো জন 'ঘরছাড়া' বিজেপি কর্মীকে রাজভবনে যান শুভেন্দু। কিন্তু ততক্ষণে রাজভবনের চারদিকে রীতিমতো ব্যারিকে়ড করে ফেলেছে পুলিস। তিনদিকের গেটই কার্যত অবরুদ্ধ। অভিযোগ, শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয়। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 'আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব'।

Updated By: Jun 13, 2024, 08:02 PM IST
Governor CV Ananda Bose: কেন শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা? রাজ্যের কাছে জানতে চাইলেন বোস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'সাতাত্তর সালে জরুরি অবস্থায় এ জিনিস হয়নি'। রাজভবনে ভোট পরবর্তী হিংসার নালিশ জানাতে গিয়ে আটকে থাকলেন শুভেন্দু অধিকারী! পুলিসের বিরুদ্ধে যখন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তখন পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্য়ের কাছে জানতে চাইলেন, 'অনুমতি থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে ঢুকতে দেওয়া হল না'?

আরও পড়ুন:  Primary Recruitment Scam | CBI: প্রাথমিকে চাকরি বিক্রির টাকা প্রভাবশালী ব্যক্তির সংস্থায়! চাঞ্চল্যকর রিপোর্ট...

ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটে বেনজির সবুজ-ঝড়। এ রাজ্যে ৪২ আসনের মধ্যে ২৯টিতেই জিতেছেন তৃণমূল। বিজেপির ঝুলিতে ১২ আসন। গেরুয়াশিবিরের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসা চলছে। এদিন  হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে দুশো জন 'ঘরছাড়া' বিজেপি কর্মীকে রাজভবনে যান শুভেন্দু।

এদিকে ততক্ষণে রাজভবনে চারদিকে রীতিমতো ব্যারিকে়ড করে ফেলেছে পুলিস। তিনদিকের গেটই কার্যত অবরুদ্ধ। অভিযোগ, শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয়। বিরোধী দলনেতা বলেন, 'চারিদিকে ব্য়ারিকেড করে, রাস্তা বন্ধ। আমার মনে হয়, সাতাত্তর সালে জরুরি অবস্থায় এ জিনিস হয়নি।
আমি, বিরোধী দলনেতা,আমাকে এক ঘণ্টা আটকে রাখা হয়েছে। আমার নিরাপত্তা আধিকারিককে কলকাতা পুলিসের লোকেরা বলল, অপেক্ষা করুন। জেনে আসছি, জেনে আসেনি'।

শেষপর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরে যান শুভেন্দু। তাঁর বলেন, 'রাজ্যপালের লিখিত অনুমতি আছে। ১৪৪ নামের আটকানো যায় না. আমরা মিছিল করে যায় না। আমরা মিছিল করে যায়নি, সবাই গাড়িতে ছিল'। জানান, 'রাজ্যপালে ওএসডি এং এডিসি-কে মেসেজ করেছি। রাজ্যপালের তরফে বলা  হয়েছে, রাজভবনে রক্ষকর্তা তাঁরা। রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিসের দায়িত্বে তাঁরা যে কাজ করেছে অন্যায় করেছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট চেয়েছেন'।

শুভেন্দুর হুঁশিয়ারি, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে রাখি, আপনার নির্দেশে আপনার পুলিস স্বাধীনতার পরে যা হয়নি, প্রথমবার করলেন। আমরাও ২ কোটি ৩৫ লক্ষ মানুষের ভোট পেয়েছি। আপনি পারেন না, এভাবে পুলিসকে ব্যবহার করতে। এই লড়াই আরও তী্ব্র হবে। রাজ্য়পালের কাছে লিখিত অভিযোগ করেছি। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব'।

আরও পড়ুন:  Kolkata Airport: মেট্রোর পর এবার এয়ারপোর্ট, ভাইরাল কলকাতা বিমানবন্দরে তরুণীর উদ্দাম নাচ!

তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, 'বাংলায় বিজেপির প্রকৃত ঘরছাড়া তো দিলীপ ঘোষ। তাঁকে নিয়ে গেলেন না কেন! আর কার কাছে যাচ্ছে? রাজ্যপাল! যার বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, সেটা তো বাংলার মানুষ ভুলে যায়নি'। বলেন, 'বাংলায় ভরাডুবির পর নজর ঘোরাতেই কিছু লোককে খাইয়ে দাইয়ে রেখে ঘরছাড়ার নাটক করছেন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.