Suvendu Adhikari | Mamata Bandyopadhyay: 'পিসি-ভাইপোর তু তু ম্যায় ম্যায় চলছে, ভাইপো সিএম হতে চায়!'

তিনি দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ঘুণ ধরেছে। ‘চোরেদের রানিকে জেলে দেখতে চাই। শহীদ দিবসে শহীদরা থাকেন না এখন পাগ্লু ড্যান্স হয়’। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘ভাইপোর উপরে পিসির এত ভরসার কারণে এত পয়সা করেছে ভাইপো’।   

Updated By: Nov 27, 2023, 08:47 PM IST
Suvendu Adhikari | Mamata Bandyopadhyay: 'পিসি-ভাইপোর তু তু ম্যায় ম্যায় চলছে, ভাইপো সিএম হতে চায়!'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আক্রমণের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি তাঁর আন্দোলনকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙ্গুর আন্দোলন নিয়ে এবার সিঙ্গুরের মাটিতে দাড়িয়েই আক্রমণ শানালেন তিনি। এই আক্রমণে কার্যত প্রশ্নের মুখে পরে গেল মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগে মমতার করা আন্দোলনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন।

শুভেন্দু আরও বললেন, ‘বিধানসভার ভেতরে বিজেপি-র ৬০-৬৫টা লোক দেখলে কাঁপে ওরা। সিএম আর ভাইপোর সঙ্গে তু তু ম্যায় ম্যায় চলছে। ভাইপো বলছে আমাকে সিএম করতে হবে, আর পিসি বলছে আমি এখন ছাড়ব না’।

তিনি দাবি করেন, ‘ভাইপো আর পিসির যা লেগেছে সেটা চুরির ভাগ বাঁটোয়ারা নিয়ে। সিঙ্গুর আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না, এখনও নেই। বুদ্ধবাবুর উদারতার সুযোগ নিয়ে সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছেন মমতা’, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, ‘একজনের ইগো স্যাটিসফাই করতে গিয়ে সব হারিয়েছেন সিঙ্গুরের বেকাররা’।

আরও পড়ুন: Saltlake: বাড়ি ভাড়া নিতে গিয়ে বৃদ্ধের থেকে দেড় লাখ হাতিয়ে নিল 'সেনাকর্মী'!

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘২০০৬ সালে সিঙ্গুরের অধিকাংশ মানুষ চেক নিয়ে নিয়েছিল। সামান্য কয়েকজন বর্গাদারকে নিয়ে এখানে শিল্প বিরোধিতা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আর নন্দীগ্রামের লড়াই এক লড়াই নয়। সিঙ্গুরের লড়াইতে সাধারণ মানুষের সমর্থন ছিল না। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের বোকামির জন্য এই ধরণের ফ্রাঙ্কেনস্টাইন মমতা ব্যানার্জি আজকে সিঙ্গুরটাকে শ্মশানে পরিণত করে দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের উদারতা ও এই রাজ্যের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর ভদ্রতার সুযোগ নিয়ে এই রাজ্যের নেত্রী, শিল্প ভাগান গুজরাতে’।

তিনি দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ঘুণ ধরেছে। ‘চোরেদের রানিকে জেলে দেখতে চাই। শহীদ দিবসে শহীদরা থাকেন না এখন পাগ্লু ড্যান্স হয়’। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘ভাইপোর উপরে পিসির এত ভরসার কারণে এত পয়সা করেছে ভাইপো’।   

আরও পড়ুন: Kolkata: পেটে 'ছুরির' আঘাত! কলকাতায় ফের প্রকাশ্য রাস্তায় খুন

শুভেন্দু আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী একটাও শিল্প করতে পারবে না। কোনও বেসরকারি সংস্থা জমি কিনে শিল্প করতে আসবে না। তাজপুরে সরকারের হাতে এক ছটাক জমিও নেই’।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘রাজ্যে বিজেপি সরকার হলে ১ বছরের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনব। সাড়ে ১২ বছরে একটা নিয়োগ হয়নি রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপোকে ধাক্কা মেরে তাড়াতে হবে’।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.