অর্থমন্ত্রীকে বিঁধলেন সূর্য-সোহরাব

সোমবার বিধানসভায় পাশ হয়ে গেল পণ্য প্রবেশ কর বিল। কিন্তু যে ভাবে বিল পাস করানো হল, তাকে অর্থনৈতিক স্বৈরাচার বলে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

Updated By: Mar 30, 2012, 11:29 PM IST

সোমবার বিধানসভায় পাশ হয়ে গেল পণ্য প্রবেশ কর বিল। কিন্তু যে ভাবে বিল পাস করানো হল, তাকে অর্থনৈতিক স্বৈরাচার বলে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, বিধানসভায় সংশোধনী না এনে অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটে প্রস্তাবিত পণ্য কর মৌখিক ভাবে ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করে দিয়েছেন। ফলে ভবিষ্যতে এই কর বাড়ানোর সুযোগ হাতে থাকছে রাজ্যের।
সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র এই কারণেই অর্থমন্ত্রীর কর প্রত্যাহারের বিষয়টিকে অস্পষ্ট বলে সমালোচনা করেছেন এবং আইনসভার বাইরে নিজের হাতে ক্ষমতা রাখার সুযোগকে অর্থনৈতিক স্বৈরাচার বলে সমালোচনাকরেছেন। তাঁরই মতো অস্পষ্টতার অভিযোগ এনেছেন কংগ্রেস বিধায়ক মহম্মদ সোহরাবও।
অন্যদিকে অমিত মিত্রর দাবি, এতদিন রাজ্যের বাইরে পণ্য নিয়ে যাওয়ার জন্য অন্য রাজ্যকে কর দিতে হত কিন্তু এখন অন্য রাজ্য থেকে এই রাজ্যে পণ্য নিয়ে আসার জন্য কর দিতে হবে বলে রাজস্ব আদায় বাড়বে রাজ্যের।

.