খাগড়াগড় ইস্যুতে মমতার পাশে কবীর সুমন

খাগড়াগড় ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে দাঁড়ালেন কবীর সুমন। তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উত্খাত করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।  লক্ষ্য দুহাজার ষোলর বিধানসভা নির্বাচন।

Updated By: Oct 21, 2014, 04:11 PM IST
খাগড়াগড় ইস্যুতে মমতার পাশে কবীর সুমন

কলকাতা: খাগড়াগড় ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে দাঁড়ালেন কবীর সুমন। তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উত্খাত করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।  লক্ষ্য দুহাজার ষোলর বিধানসভা নির্বাচন।

খাগড়াগড় কাণ্ডে সমলোচনায় বিদ্ধ  মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস বাহিনী। অনেকটা মেঘ না চাইতে জলের মতোই বর্ধমান কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সকারের পাশে দাঁড়ালেন তাঁর তীব্র সমালোচক কবীর সুমন।  বললেন, মমতা সরকারকে উত্খাত করার পরিকল্পনা করছে বিজেপি।

শুধু বিজেপির সমালোচনাই নয় কবীর সুমনের বক্তব্য , বিস্ফোরণের পর প্রথমেই NIA তদন্তে সায় না দিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।  সারদা কেলেঙ্কারি , যাদবপুর কাণ্ড সাম্প্রতিক সময়ে সব ঘটনাতেই সরকারের তীব্র সমালোচনা করেছেন কবীর সুমন। তিনিই এবার বর্ধমান কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো যথেষ্ট তাত্পর্যপূর্ণ।

 

.