ধারা বাতিল হওয়ায় আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়

দিল্লি: আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে না।

Updated By: Aug 5, 2014, 10:07 PM IST
ধারা বাতিল হওয়ায় আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়

দিল্লি: আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে না। ভারতীয় দণ্ডবিধির এই সংক্রান্ত ধারাটিই বাতিল করা হচ্ছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরন রিজিজু। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টার জন্য এখন এক বছর পর্যন্ত জেল এবং জরিমানার শাস্তি হতে পারে।

রিজিজু এদিন বলেন, ভারতীয় ল কমিশনের মতে ৩০৯ ধারার বিধিনিষেধ অমানবিক। তাই ওই ধারা বাতিল করার সুপারিশ করেছে কমিশন।

তারই ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে  ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আরও কয়েকটি ধারাও সংশোধন করা হবে।

.