সারদা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক সুগত বসু, টাকা নয়ছয়কারীদের শাস্তি দাবি তৃণমূল সাংসদের
সারদা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুগত বসু। বললেন, যাঁরা সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। তৃণমূল সংসদে যে ভাবে আন্দোলন করছে, সেটা যে তাঁর পছন্দ নয়, তাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যাদবপুরের সাংসদ।
কলকাতা: সারদা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুগত বসু। বললেন, যাঁরা সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। তৃণমূল সংসদে যে ভাবে আন্দোলন করছে, সেটা যে তাঁর পছন্দ নয়, তাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যাদবপুরের সাংসদ।
সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার মদন মিত্র, সঞ্জয় বসু। সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগে চলেছে তৃণমূল। সংসদের ভিতরে-বাইরে চলছে আন্দোলন। সে আন্দোলনে যে নিজেকে জড়াতে চান না, তা মুখে না স্বীকার করলেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তৃণমূলের অধ্যাপক-সাংসদ।
এখানেই থামেননি। সর্বোচ্চ নেতৃত্বের স্তুতি গাওয়াই যখন এমএলএ-এমপিদের রেওয়াজ তখন তার উল্টো সুরেই কথা বললেন সুগত।
যাদবপুরের তৃণমূল সাংসদ সুগত বসু। সেই যাদবপুর। কবীর সুমনের যাদবপুর। যে সুমন দুর্নীতি ইস্যুতেই প্রথম বিদ্রোহ করেছিলেন দলের বিরুদ্ধে।
এতটা নাটকীয় হননি যাদবপুরের বর্তমান সাংসদ। কিন্তু, তাঁর নিশানা খুব একটা অপরিষ্কার নয়।