সুদীপ্তর মৃত্যু, প্রতিবাদ মিছিলে পা মেলালেন ছাত্রযুব থেকে প্রবীণরা

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন প্রবীণ নাগরিক থেকে ছাত্রযুব সকলেই। আজ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এক মৌন প্রতিবাদ মিছিলে পা মেলান প্রবীণ নাগরিকরা। নেতাজিনগরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রযুব সংগঠন।

Updated By: Apr 7, 2013, 08:55 PM IST

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন প্রবীণ নাগরিক থেকে ছাত্রযুব সকলেই। আজ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এক মৌন প্রতিবাদ মিছিলে পা মেলান প্রবীণ নাগরিকরা। নেতাজিনগরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রযুব সংগঠন।
নেতাজিনগর কলেজেই ছাত্রনেতা হিসেবে সুদীপ্ত গুপ্তর বেড়ে ওঠা। তাঁর মৃত্যুর প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল করলেন এলাকার ছাত্রযুবরা। স্থানীয় এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের সংগঠনের তরফে এদিন পদযাত্রার আয়োজন করা হয়। প্রতিবাদে রবিবার পথে নামেন প্রবীণ নাগরিকরাও। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মৌন মিছিলে পা মেলান তাঁরা। ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় পুলিস, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিক্ষোভকারীরা।
সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে বিক্ষোভকারী প্রবীণ নাগরিকদের তরফে।

.