কলকাতা ছাড়ার সময় সুদীপ্তর সঙ্গে ছিলেন ঐন্দ্রিলা

সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা। সুদীপ্ত সেন জানিয়েছেন, ১০/০৯/১১ এপ্রিল ভোর চারটেয় কলকাতা ছেড়েছিলেন তিনি। একটি টাটাসুমো গাড়িতে রাঁচি যান সুদীপ্ত সেন। সঙ্গে ছিলেন তাঁর সেক্রেটারি ঐন্দ্রিলা। দুপুরে রাঁচি পৌঁছে সেই গাড়িটি ছেড়ে দেওয়া হয়। তারপর একটি স্করপিও গাড়িতে দিল্লি রওনা হন সুদীপ্ত সেন।

Updated By: May 6, 2013, 07:13 PM IST

সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা। সুদীপ্ত সেন জানিয়েছেন, ১০/০৯/১১ এপ্রিল ভোর চারটেয় কলকাতা ছেড়েছিলেন তিনি। একটি টাটাসুমো গাড়িতে রাঁচি যান সুদীপ্ত সেন। সঙ্গে ছিলেন তাঁর সেক্রেটারি ঐন্দ্রিলা। দুপুরে রাঁচি পৌঁছে সেই গাড়িটি ছেড়ে দেওয়া হয়। তারপর একটি স্করপিও গাড়িতে দিল্লি রওনা হন সুদীপ্ত সেন।
স্করপিও গাড়িটি চালান অরবিন্দ সিং চৌহান। ১৩ এপ্রিল দিল্লি বিমানবন্দর থেকে গাড়িতে ওঠেন দেবযানী মুখার্জি। ১৫ এপ্রিল দেরাদুন পৌঁছন সুদীপ্ত, দেবযানী ও অরবিন্দ। দেরাদুন থেকেই সারদার নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমের কর্মীদের মেল করে জানিয়ে দেওয়া হয় আর বেতন দিতে না পারার কথা। গোয়েন্দাদের সন্দেহ, ওই মেলের বয়ান আগে থেকেই স্থির করা ছিল।  

.