মহানায়িকার শারীরিক অবস্থার সামান্য উন্নতি, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Suchitra Sen unstable, shifted to vetilation

Updated By: Jan 3, 2014, 10:13 PM IST

রাত ১০টা: সন্ধের পর সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, এখন তিনি অনেকটা স্থিতিশীল। আজ গোটা দিন সুচিত্রা সেনকে নিয়ে উদ্বেগে ছিলেন চিকিত্সকেরা। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে যায় মহানায়িকার। তাঁকে একটানা অক্সিজেন দেওয়া হতে থাকে।

৮টা: সামান্য অবস্থার উন্নতি সুচিত্রা সেনের। দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হয়। নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার পর শারিরিক অবস্থার উন্নতি হয় মহানায়িকার। চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমেছে। অসুস্থ সুচিত্রা সেনকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৪টে: মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি। আজ সকাল থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। স্বাভাবিক ভাবে অক্সিজেন নিতে না পারায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে মহানায়িকার। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে নেই। গতকালের থেকে আজ অনেকটাই খারপ রয়েছেন সুচিত্রা সেন। এমনটাই জানিয়েছে ডাক্তাররা। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় একটানা তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি সুচিত্রা সেন।

.